Image description

পরিবেশগত বিপর্যয়ের ফলে ভারতের মানচিত্র থেকে শিগগিরই হিমাচল প্রদেশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের মুখে। আজ শনিবার বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ একটি আবেদনের পর্যবেক্ষণে ভারতের সর্বোচ্চ আদালত হিমাচল প্রদেশের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে সতর্কবার্তা দেন। আদালত বলেন, ‘আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে বলতে চাইল, রাজস্ব আদায়ই সব নয়। রাজস্ব আদায় কখনোই প্রকৃতি ও পরিবেশের বিনিময়ে হতে পারে না।’

ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, পর্যটনশিল্প, চার লেনের রাস্তা, টানেল, রোপওয়ে এবং হাইডেল পাওয়ার প্রকল্পের নামে পাহাড়ে যে নির্মাণপ্রকল্প চলছে, তা ভয়ংকর পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। একের পর এক ভূমিধস, ঘরবাড়ি ধ্বংস, পাহাড় ধসে পড়ার পেছনে রয়েছে নির্মাণের নামে প্রকৃতির অবাধ শোষণ।

আদালত বলেছেন, ‘এভাবে চলতে থাকলে সেই দিন খুব বেশি দূরে নেই যখন পুরো হিমাচল প্রদেশ দেশের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ঈশ্বর না করুন, এটি যেন না ঘটে।’

বিচারপতিরা আরও মন্তব্য করেছেন, ‘শুধু প্রকৃতিকে দোষারোপ করলেই চলবে না, দায় নিতে হবে আমাদেরও। প্রকৃতির প্রতিশোধ বড় ভয়ংকর।’