Image description

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পাশে ইয়েমেনের মানুষ সবসময় থাকবে এবং যুদ্ধের ময়দানে গাজ্জাবাসীকে কখনোই একা ছেড়ে যাওয়া হবে না বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি যোদ্ধারা।

সম্প্রতি, ইহুদিবাদী সন্ত্রাদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে অভিযান চালিয়েছে হুথি যোদ্ধারা। এই অভিযানে হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

অভিযানের পর এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, আল্লাহর সহায়তায় আমরা সফলভাবে অভিযানটি সম্পন্ন করেছি। ইসরাইলের দখল করা ইয়াফা (তেল আবিব) শহরের লোদ বিমানবন্দর, যেটি এখন বেন গুরিয়ন বিমানবন্দর নামে পরিচিত, সেখানে লক্ষ্যভেদ করেছে আমাদের প্যালেস্টাইন–২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

তিনি বলেন, ইয়েমেনের মানুষ কখনোই গাজ্জাকে একা ফেলে যাবে না।

হুথি মুখপাত্র আরো বলেন, আমরা শত্রুর সব গতিবিধি ও ষড়যন্ত্র গভীর নজরে রাখছি, বিশেষ করে যারা ইয়েমেনি ফ্রন্টকে থামিয়ে দিতে চায়।

তিনি সতর্ক করে বলেন, আমরা এবং আমাদের লড়াকু জাতির সব স্বাধীনতাকামী মানুষ সদা প্রস্তুত, সতর্ক ও আত্মবিশ্বাসী- আল্লাহর সহায়তায় আমরা শত্রুকে প্রতিহত করবই।’ সানা শহরের বিক্ষোভেও একই সুর শোনা গেছে। লাখো মানুষ ‘গাজ্জা কখনো একা হবে না’ শ্লোগান তুলে জানিয়ে দেয়, ফিলিস্তিনিদের পাশে আছে ইয়েমেনের সাধারণ মানুষ।

মুখপাত্র সারির স্পষ্ট ঘোষণা করে দেয়, এই হামলা প্রতীকী নয়, বরং কৌশলগত। আর এমন অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজ্জা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ সম্পূর্ণভাবে শেষ হয়।