Image description

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী ১৫ মাস পর একথা স্বীকার করেছে যে, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযানের প্রথম দিন নিজের নাগরিকদের হত্যা করেছিল।

শুক্রবার (১০ জানুয়ারি) ইহুদিবাদী সেনাবাহিনীর এক অভ্যন্তরীণ তদন্তের সূত্র ধরে ইসরাইলি আর্মি রেডিও এ খবর জানায়।

এতে বলা হয়, ইসরাইলি সেনারা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ্জার নিকটবর্তী ইহুদি বসতি নাহাল ওজের অধিবাসী মধ্যবয়সী নারী তমের এলিয়াজ অ্যারাভা ও তরুণ ডিকলা অ্যারাভাকে হত্যা করেছিল।

ইসরাইলি বাহিনীর তদন্ত রিপোর্টে বলা হয়েছে, হামাস যোদ্ধারা অ্যারাভাদের বাড়িতে প্রবেশ করে গুলি চালায়। তবে এ সময় তমের অ্যারাভা বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু পার্শ্ববর্তী বসতি কিব্বুজে পৌঁছার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে।

এছাড়া, এলিয়াজ অ্যারাভাকে একটি গাড়ির মধ্যে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। তারা দাবি করে, হামাস যোদ্ধাদের গাড়ির মধ্যে এলিয়াজকে পাওয়া গিয়েছিল।