Image description
 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের জায়োনিস্ট মিত্র ইসরাইল গত মাসে ইরানের ওপর যে আগ্রাসন চালিয়েছে, তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না।

 

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আলোচনার মাঝপথে তারা আমাদের ওপর আক্রমণ চালাল—এটার ব্যাখ্যা দিতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দিতে হবে এবং তারা আমাদের যে ক্ষতি করেছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

গত ১৩ জুন ইসরাইল এক সমন্বিত সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পরিপন্থি।

 

 

 

জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এই পাল্টা প্রতিরোধে ২৪ জুনের মধ্যে ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়।

আরাঘচি স্পষ্ট করে দেন, ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘আগের মত আলোচনা’ আর হবে না।

সূত্র: তাসনিম নিউজ