Image description

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এমনই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সোমবার (২৮ জুলাই) জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব বথা বলেন। খবর আনাদোলুর।

ফয়সাল বিন ফারহান বলেন, ‘ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত।’

এটাই এখন পর্যন্ত সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট বার্তা, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পূর্বশর্ত হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা আশা করি, আজকের পরিষ্কার বার্তা—যেটা আগামী দিনেও বহাল থাকবে—তা একটি বাস্তবসম্মত রাজনৈতিক গতি সঞ্চার করবে। এই গতি হয়তো ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরু করার পথ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘গাজায় যখন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জীবন ও সমাজ, তখন সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই, এর কোনো বাস্তবতা বা নৈতিক ভিত্তি নেই।’

এর আগে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রীয় কাঠামোর ওপর ভিত্তি করে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকটের রাজনৈতিক সমাধান হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। সেটি অর্জন না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে যাওয়া সম্ভব নয়।’