Image description

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই একমাত্র নৌশক্তি ছিল যারা তাদের বিমানবাহী রণতরীতে স্টিলথ ফাইটার (এফ-৩৫সি লাইটনিং II) মোতায়েন করেছিল। কিন্তু এখন চীন নৌবাহিনীতে তাদের প্রথম স্টিলথ ফাইটার সেনইয়াং জে-৩৫ অপারেশনাল করার মাধ্যমে মার্কিন শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করছে।

চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি (PLAN) তাদের প্রথম দুটি জে-৩৫ ক্যারিয়ার-ভিত্তিক স্টিলথ ফাইটার গ্রহণ করেছে, যা সরাসরি মার্কিন নৌবাহিনীর স্টিলথ জেট প্রাধান্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে ১১০টিরও বেশি এফ-৩৫সি থাকলেও, চীন এখনও নৌ স্টিলথ ফাইটার মোতায়েনের প্রাথমিক পর্যায়ে আছে। তবে গত কয়েক বছরে চীনের প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলো যে গতিতে ও পরিমাণে বিমানবাহী রণতরী তৈরি করেছে, তাতে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ১১টি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রয়েছে, যা বিশ্বে যেকোন দেশের মধ্যে সর্বাধিক। অন্যদিকে, চীনের সক্রিয় সেবায় আছে মাত্র দুটি—লিয়াওনিং ও শানডং

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সমুদ্রপরীক্ষার পর্যায়ে আছে। এছাড়া চতুর্থ রণতরী (কোডনাম টাইপ-০০৪) নির্মাণ করছে চীন। প্রথম তিনটি চীনা রণতরী প্রচলিত জ্বালানিতে চলে, কিন্তু টাইপ-০০৪ হবে পারমাণবিক শক্তিচালিত।

সূত্র: এমএসএন।