Image description

পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছিল, বিশেষ করে ইসরাইলের সঙ্গে সংঘাত এবং মার্কিন বিমান হামলার পর। তবে এখন ইউরোপের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান।

সোমবার (২১ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (২৫ জুলাই) শুরু হওয়া এই আলোচনায় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে বৈঠক হবে। গত মাসে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে ফোনালাপ হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি কিংবা নিষেধাজ্ঞা প্রয়োগ থেকে বিরত থাকতে হবে, তবে তারা আলোচনা করতে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।

এদিকে, ইউরোপীয় দেশগুলো বলেছিল, যদি আগস্টের মধ্যে পরমাণু ইস্যুতে কোনো অগ্রগতি না হয়, তবে তারা জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করতে পারে।

শীর্ষনিউজ