Image description

ভারতের একটি মন্দির দর্শনের টিকিটের জন্য হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির অন্ধপ্রদেশের তিরুপতি তিরুমালা দেবস্থানমে ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। এতে বলা হয়, তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর চেয়ারম্যান বি ডি নাইডু জানিয়েছেন, অনেক ভক্তসমাগম হওয়ায় এই ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি বলেছেন, একাদশী দর্শনের জন্য প্রচুর মানুষ এসেছিলেন। ভক্তদের ঢোকার টোকেন দেয়ার জন্য ৯১টি টিকিট কাউন্টার খোলা হয়েছিল। তার মধ্যে বিষ্ণু নিবাসমের কাছে তিরুমালা সাবিত্রী বৈকুন্ঠদ্বার টিকিটকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। 

টিটিডি জানিয়েছে, শুক্রবার থেকে এই দর্শন শুরু হওয়ার কথা ছিল। তারা এক লাখ ২০ হাজার দর্শন টোকেন দেয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বুধবারই প্রবল ভিড় হয়ে যায়। টোকেন নেয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। বার্তাসংস্থা এএনআই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে- বৈকুন্ঠদ্বারে অনেক ভক্ত জড়ো হয়েছেন।  তারা হুড়োহুড়ি করে ঢুকছেন। সামান্য কিছু পুলিশ টিটিডি-র স্বেচ্ছাসেবকরা সেখানে আছেন। খুব ছোট জায়গা দিয়ে তাদের ঢুকতে হচ্ছে। এনডিটিভি বলছে, একজন নারী অসুস্থ হওয়ার পর তাকে ঢুকতে দেয়া হয়। তখন ঢোকার জন্য প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যার ফলে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।