Image description

  যুদ্ধক্ষেত্রে সক্রিয় সেনাসদস্যদের মিডিয়া কভারেজ নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশের বাইরে ভ্রমণের সময় গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে কোনও আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র, লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, এখন থেকে কর্নেল বা এর নিচের র‍্যাংকের সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণের সময় তাদের পুরো নাম বা চেহারা দেখানো যাবে না। এছাড়া, যুদ্ধের কোনও নির্দিষ্ট ঘটনায় সাক্ষাৎকার প্রদানকারী সেনা জড়িত কিনা, সেরকম কোনও ইঙ্গিত দেওয়া যাবে না।

ব্রাজিলে অবকাশযাপনে থাকা এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিলিস্তিনপন্থি একটি দল গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার জন্য ওই সেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশকে তদন্তের আদেশ দেন এক ব্রাজিলীয় বিচারক। পরে ওই সদস্য দ্রুত ব্রাজিল ত্যাগ করেন।

 

শোশানি বলেছেন, বিশ্বজুড়ে ইসরায়েল-বিরোধী অনেক কার্যক্রম চলছে। আমাদের সেনাবাহিনীকে এসব থেকে রক্ষা করতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, যুদ্ধের ময়দান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও শেয়ারে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা আছে। নিয়মটি সবসময় পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু তাদের বাহিনীর আকার বেশ বড়। এছাড়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও সেনাসদস্যদের জন্য বিধিমালা রয়েছে।