
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নতুন শুল্ক পত্র প্রকাশ করেছেন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর ১ অগস্ট থেকে ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হবে।
মেক্সিকান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন ট্রাম্প। তাতে বলেছেন, “এই চিঠিটি আপনাকে পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের, কারণ এটি আমাদের বাণিজ্যিক সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতিকে প্রদর্শন করে। মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে।”
চিঠিতে আরও বলা হয়েছে, “মজবুত সম্পর্ক থাকা সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর উপর শুল্ক আরোপ করেছে দেশটির ‘ফেন্টানাইল সংকট’ মোকাবেলা করার জন্য। ‘আংশিকভাবে’ শুল্ক আরোপিত হয়েছে মেক্সিকোর কার্টেলদের থামাতে ব্যর্থতার কারণে। পৃথিবীতে সর্বকালের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিদের নিয়ে কার্টেল গঠিত। সৌভাগ্যবশত তারা আমাদের দেশে বিষ ছড়াতে পারেনি।”
“মেক্সিকো আমাকে সীমান্ত সুরক্ষিত করতে সাহায্য করছে, কিন্তু মেক্সিকো যা করেছে তা যথেষ্ট নয়। মেক্সিকো এখনও কার্টেলদের থামাতে পারেনি। তারা সমগ্র উত্তর আমেরিকাকে মাদক পাচারের খেলার মাঠে পরিণত করার চেষ্টা করছে। স্পষ্টতই, আমি তা হতে দিতে পারি না!” চিঠিতে নিজের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকার কথা কার্যত এভাবেই বুঝিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে আরও বলা হয়েছে যে চলতি বছরের ১ অগস্ট থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো মেক্সিকান পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে, যা সমস্ত বিভাগীয় শুল্ক থেকে আলাদা।
“উচ্চ শুল্ক এড়াতে ট্রান্সশিপ করা পণ্যগুলি সেই উচ্চ শুল্কের অধীন হবে। আপনি জানেন যে আপনার দেশের কোম্পানিগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তবে কোনও শুল্ক দিতে হয় না। বরং আমরা চেষ্টা করি যত দ্রুত, পেশাদারভাবে এবং নিয়মিতভাবে অনুমোদন দিয়ে দেওয়া যায় পণ্য উৎপাদনের,” বিবৃতিতে আরও বলা হয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, যদি মেক্সিকো শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটি যতই শুল্ক বাড়াক না কেন, তা আমেরিকার ৩০ শতাংশ শুল্কের সঙ্গে অবশ্যই যোগ করা হবে।