
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সামরিক শক্তি সম্প্রসারিত করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৫ম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ মহড়া দিয়েছে।
ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৯ থেকে ১৮ জুলাই পর্যন্ত উভয় দেশের মধ্যে চলা ‘কোপ থান্ডার ২৫২’ নামক বিমান প্রশিক্ষণে এ যুদ্ধবিমান অংশ নেয়।
এই প্রশিক্ষণে মার্কিন বিমানবাহিনীর ২২৫ ও ফিলিপাইন বিমানবাহিনীর ২৩০০ সদস্য অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়াও ফিলিপাইনের বিমানবাহিনী এ প্রশিক্ষণে যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করবে।
মার্কিন বিমানবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য এই সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরের আধিপত্য নিয়ে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়ার সঙ্গে চীনের বিরোধ নতুন নয়। অনেক আগে থেকে দেশগুলোর মধ্যে দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে লড়াই চলছে।
ধারাবাহিক সামরিক মহড়া ও সেনা মোতায়েনের মধ্যদিয়ে ভারত প্রশান্ত মহাসগরে এটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকার ফলে অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক মহড়া ও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ইতোমধ্যে তারা ভারত প্রশান্ত মহাসগরে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।