Image description
 

ভারতের হরিয়ানার গুরুগ্রামে ২৫ বছর বয়সী রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের বাবা গুলি করে তাকে হত্যা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রাথমিক তথ্য অনুসারে, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মতবিরোধের জের ধরে রাধিকা যাদবের বাবা তাকে পরপর তিনটি গুলি করেন।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়া পোস্টটি বাড়িতে উত্তেজনা সৃষ্টি করেছিল বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধে ব্যবহৃত অস্ত্রটি ছিল লাইসেন্সপ্রাপ্ত রিভলবার এবং এটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

 

গুলির পর স্বজনরা টেনিস খেলোয়াড়কে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।২০০০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণকারী রাধিকা যাদব আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ডাবল টেনিস খেলোয়াড় হিসেবে ১১৩তম স্থানে ছিলেন। ডাবলসেও তিনি শীর্ষ ২০০ জনের মধ্যে রয়েছেন।

 

নারী ডাবলস বিভাগে হরিয়ানার মধ্যে তিনি ৫ম স্থানে ছিলেন বলে জানা গেছে। রাধিকা যাদব তার সমবয়সীদের চেয়ে বেশি প্রতিভাবান ছিলেন। শীর্ষস্থানীয় খেলোয়াড়দের একজন হিসেবে আবির্ভূত হচ্ছিলেন তিনি।

যাদব সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন। দুর্ভাগ্যবশত এটিই বাবার সঙ্গে তার মতবিরোধ ঘটায়। শেষমেশ মৃত্যুর কারণ হয়ে ওঠে। এ দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি রিল নিয়ে যাদব এবং তার বাবার মধ্যে ঝগড়া শুরু হয়।

পোস্টটি দেখে ক্ষুব্ধ হয়ে রাধিকা যাদবের বাবা তার লাইসেন্সপ্রাপ্ত রিভলবার বের করে গুলি চালান। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

যাদবের প্রাক্তন কোচ মনোজ ভরদ্বাজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং টেনিসের জন্য একটি বিশাল ক্ষতি বলে অভিহিত করে বলেন, যাদব ছিলেন মনোযোগী, সুশৃঙ্খল এবং অসাধারণ প্রতিভাবান। এটি ভারতের জন্য বিশাল ক্ষতি।