Image description
 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে জেদ্দায় বৈঠক করেছেন। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে তিনি জেদ্দায় গিয়ে যুবরাজের সাথে সাক্ষাত করেন।

 

সামাজিক মাধ্যম এক্স-এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতির দুই সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে মোহাম্মেদ বিন সালমান যুদ্ধবিরতি ওই অঞ্চলে স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

এছাড়া তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপরেও জোর দিয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে যে, বেঠকে ইসরাইলের নিন্দা করায় সৌদি আরবের প্রশংসা করেছেন আরাঘচি ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।