
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যে বিশ্ববাণিজ্য দুর্বল দেশগুলোর বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকের উদ্বোধনী ভাষণে আনোয়ার বলেন, ‘শক্তি বরাবরই বাণিজ্যকে প্রভাবিত করেছে, তবে আজ এটি বাণিজ্যকে সংজ্ঞায়িত করছে।’
তিনি বলেন, ‘যে সরঞ্জাম একসময় প্রবৃদ্ধি তৈরির জন্য ব্যবহৃত হতো, তা এখন চাপ প্রয়োগ, একঘরে করে রাখা এবং অবরুদ্ধ করার অস্ত্র হয়ে উঠেছে। শুল্ক, রপ্তানি সীমাবদ্ধতা এবং বিনিয়োগে প্রতিবন্ধকতা এখন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারালো অস্ত্র।’
বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
ট্রাম্পের নাম না নিলেও তার ইঙ্গিত স্পষ্ট ছিল। আনোয়ার স্পষ্ট করে বলেন, ‘এটি কোনো ক্ষণস্থায়ী ঝড় নয়। এটি আমাদের সময়ের নতুন আবহাওয়া।’
আনোয়ারের এই মন্তব্য এমন সময়ে এলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এশিয়ায় তার প্রথম সফরে মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন। এই সফরে রুবিও আসিয়ান ইভেন্টগুলোতে অংশ নেবেন, যার মধ্যে পূর্ব এশিয়া সম্মেলনও রয়েছে, যেখানে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশরাও অংশ নেবে।