
গত জুনে ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার জন্য কোনো অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে ইরান। যদিও এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেহরান আলোচনায় বসার চেষ্টা করছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।
মঙ্গলবার বার্তা সংস্থা তাসনিম এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য অনুরোধ জানানো হয়নি।’
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় এবং তা নির্ধারিত ছিল। তবে সময় বা স্থান সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচী নির্ধারণ করেছি। তারা আলোচনা করতে চায়।’
ট্রাম্প বলেন, ‘তারা দেখা করতে চায়। তারা কিছু একটা সমাধান করতে চায়। দুই সপ্তাহ আগের তুলনায় এখন তারা অনেক আলাদা।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, যদিও সাম্প্রতিক দিনগুলোতে ইরান এমন বার্তা পেয়েছে যে যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরে আসতে পারে। তবে ইরান কীভাবে আবারো আলোচনার ওপর আস্থা রাখতে পারে, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
গত ১৩ জুন, ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।
গত ১২ এপ্রিল থেকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছিল। আর ২২ জুন ইসরাইল ইরানের ফোরদো, ইস্পাহান এবং নাতাঞ্জে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ১,০৬০ জন নিহত হয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরাইলে কমপক্ষে ২৮ জন নিহত হয়।