
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গ কার্টুন এঁকে জেলে গিয়েছেন মধ্যপ্রদেশের কার্টুনিস্ট হেমন্ত মালবিয়। ভারতের একটি আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়ে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কার্টুনটি ছিল এরকম : একজন লোক আর এস এসের পোশাক কোমরে বেল্ট লাগানো খাকি প্যান্ট, সাদা জামা পরে দাঁড়িয়ে প্যান্টটা একটু নামিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদি চেয়ারে বসে ইঞ্জেকশন দিচ্ছেন।প্রধানমন্ত্রীর গলায় ঝোলানো স্টেথোস্কোপ। নিচে লেখা ছিল, আধুনিক শিব! স্রেফ এই কার্টুন ফেসবুকে পোস্ট করার দায়ে মধ্যপ্রদেশের নামকরা কার্টুনিস্ট হেমন্ত মালবিয়কে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছে।
পুলিশ বলেছে, কার্টুনে প্রধানমন্ত্রী এবং আর এস এসের অপমান করা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুবোধ অভয়ঙ্কর বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তার অপব্যবহার করলে ফল ভুগতে হবে। মালবিয়া তাই করেছেন।