
গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে 'ইতিবাচক' সাড়া দিয়েছে হামাস। রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত চুক্তিটি হলে সব জিম্মির মুক্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা সংঘাতের স্থায়ী অবসানের সম্ভাবনা রয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির 'চূড়ান্ত প্রস্তাব' উত্থাপন করেন, যাতে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হয়।
ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তিনি উভয় পক্ষের জবাবের অপেক্ষায় আছেন।
হামাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, 'হামাস আন্দোলন তাদের অভ্যন্তরীণ পরামর্শ সম্পন্ন করেছে এবং গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়েছে।'
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, 'আন্দোলনটি "ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের" কাছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছে, যা ইতিবাচকভাবে দেখা হচ্ছে। হামাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাত্ক্ষণিকভাবে এই কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় প্রবেশ করতে পুরোপুরি প্রস্তুত।'
তবে হামাস সংশ্লিষ্ট গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন- মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে উদ্বেগ রয়েছে।