
ভারতের গুজরাট রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সন্দেহে দুই শতাধিক ‘বাংলাদেশিকে’ আটক করা হয়েছে। তাদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সীমান্তবর্তী রাজ্যগুলোয় নিয়ে আসা হয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) সকালে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আটক বাংলাদেশিদের ভাদোদারা বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখান থেকে এয়ারবাস এথ্রিটুওয়ান মডেলের একটি বিমান চড়িয়ে সীমান্তবর্তী রাজ্যগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ প্রক্রিয়া চালানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
গুজরাট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসএফ এই প্রত্যাবাসনের দায়িত্বে রয়েছে। আমাদের কাজ ছিল তাদের সঠিকভাবে সীমান্তবর্তী রাজ্যগুলোয় পৌঁছে দেওয়া। সেখানে বিএসএফ তাদের হস্তান্তর গ্রহণ করে সীমান্ত পার করাবে।
যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো (যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়) ও পশ্চিমবঙ্গের সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
তবে এত সংখ্যক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কিংবা তাদের মধ্যে কোনো মানবপাচার চক্র জড়িত ছিল কিনা, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।