Image description

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয় সিনাগগে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মেলবোর্নে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ও ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার শিকার হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

পুলিশ জানায়, মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এর নিন্দা করে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিক।

দেশটির ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনার সর্বশেষ সংযোজন এটি। সিনাগগের প্রবেশপথে শুক্রবার রাতে কেউ আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ভেতরে থাকা ২০ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বেশ কয়েকটি ইহুদিবিরোধী ঘটনার মধ্যে এ হামলাটি ঘটল। এর আগেও মেলবোর্নের আরেকটি সিনাগগে অগ্নিসংযোগকারীরা হামলা চালিয়ে আগুন লাগায়। সাত মাসের আগের সেই ঘটনায় একজন আহত হন এবং ব্যাপক ক্ষতি হয়।

 

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান বলেন, দ্বিতীয় ইহুদি সিনাগগে আক্রমণ করা হয়েছে। এটি একেবারে ভয়াবহ। কোনো উপাসনালয়ে যে কোনো আক্রমণ ঘৃণার কাজ। ইহুদি উপাসনালয়ে যে কোনো আক্রমণ ইহুদিবিরোধী কাজ। আমরা এটি সমর্থন করি না।

 

পুলিশের বিশ্বাস, সিনাগগের সদর দরজায় দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হামলাটি একজন পুরুষ সন্দেহভাজন ব্যক্তিই ঘটিয়েছেন। তার পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি শ্বেতাঙ্গ এবং তার বয়স ৩০-এর কোঠায়।

পুলিশ বলছে, আমাদের সমাজে ইহুদিবিদ্বেষী বা ঘৃণা-ভিত্তিক আচরণের কোনো স্থান নেই। অপরাধীকে শাস্তি পেতে হবে।