Image description

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাজধানী তেহরানের কুদস স্কয়ারে ইরানি বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন।

তিনি আজ (শুক্রবার) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ইহুদিবাদী ইসরাইল গত কয়েক দশক ধরেই ফিলিস্তিনসহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে এমন নৃশংসতা চালিয়ে আসছে, হত্যা-নৃশংসতা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর এতে মদদ দিচ্ছে পশ্চিমারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি আরও বলেছেন, এটা দখলদার ইসরাইলের  সমর্থক এবং ন্যায্যতা প্রদানকারীদের জন্যও চীর কলঙ্ক। কারণ তারা জেনেশুনে নিজেদেরকে ইতিহাসের ভুল দিকে দাঁড় করিয়েছে।#

পার্সটুডে