Image description
 

বিচার বিভাগীয় কমিশন ও বন্দিদের মুক্তি নিয়ে সরকারের আলোচনা কমিটির সঙ্গে দুই দফা আলোচনা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গোহর। আর সেই আলোচনায় পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে আড়ালে আলোচনার খবরটি অস্বীকার করেছেন তিনি।সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গোহর বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দ্বারা গঠিত কমিটি সরকারি প্যানেলের সাথে আলোচনা পরিচালনা করে। আলোচনা কমিটির দুটি বৈঠক ছাড়া আর কোনো বৈঠক হয়নি। আশা করি, আগামীকাল ইমরান খানের সঙ্গে দেখা হবে। তবে বুশরা বিবি মোটেও আলোচনায় জড়িত নন। কেউ তার সাথে ব্যাকডোর আলোচনা করেছে; এমন খবর মিথ্যা।’এদিন ব্যারিস্টার গোহর জোর দিয়ে বলেন, তৃতীয় দফা আলোচনার আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সাথে দেখা করা দরকার। কারণ তারা সরকারি আলোচনা কমিটিকেও বলেছেন, তাদের প্রথমে খানের সাথে দেখা করতে হবে। যে কারণে মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করার আশা করছেন তারা। যদিও এখনও এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি তাদের।সরকারের সঙ্গে আলোচনায় পিটিআইয়ের দাবির বিষয়টি পরিষ্কার করে গোহর বলেন, ‘আমাদের একমাত্র দাবি বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় কমিশন গঠন। এই দুটি দাবির জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।’

 

তিনি আরও বলেন, ‘ইমরান খান স্পষ্টভাবে বলেছেন যে ১৯০ মিলিয়ন পাউন্ডের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় কোনো ব্যক্তিগত সুবিধা পাননি। যে কারণে আশা করা যায় যে, ইমরান খান এবং বুশরা বিবি আল-কাদির মামলায় খালাস পাবেন।’এদিকে পিটিআই আলোচনা কমিটির আজ (মঙ্গলবার) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। আলোচনা কমিটির সঙ্গে প্রস্তাবিত বৈঠকের কারণে ইমরানের সঙ্গে পিটিআই আইনজীবীদের বৈঠক স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে কারা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে ইমরানের সঙ্গে দেখা করার জন্য সাত সদস্যের আলোচনা কমিটির ব্যবস্থা করতে। এবং বৈঠকটি যেন খোলামেলা হয় তা নিশ্চিত করতে। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে জেল প্রশাসন সাড়া দেননি।