Image description

ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত এলাকায় অবৈধ ইসরায়েলি বসতির কাছে গোলাগুলিতে তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক অভিযানে নেমেছে। তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চালাচ্ছে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি পশ্চিম তীরে নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন। এ অভিযান হবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের।  

যুক্তরাষ্ট্রের রণতরী ও ইসরায়েলে ড্রোন হামলা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে।  

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তব্যে জানান, তারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ব্যবহার করে রণতরীটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই হামলা উত্তর লোহিত সাগরে সংঘটিত হয়। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তখন ইয়েমেনে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হুথিদের এই হামলা সেই পরিকল্পনা বানচাল করেছে।  

সারি আরও বলেন, আজ বিকালে এবং সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন স্থানে দুটি পৃথক সামরিক অভিযান চালানো হয়। প্রথম অভিযানে তেল আবিবের আশপাশে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করা হয়। একই এলাকায় আরও একটি ড্রোন সন্ধ্যায় হামলা চালায়।  

এছাড়া, দক্ষিণ ইসরায়েলের আশকেলন অঞ্চলে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, সব হামলাই সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে।