ভারতে ঢুকে পড়েছে চীনে দাপিয়ে বেড়ানো এইচএমপিভি ভাইরাস। কর্নাটকের বেঙ্গালুরু শহরের ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি ৮ মাসের শিশুপুত্র এবং ৩ মাসের শিশুকন্যা। শিশুদের পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। ভারতে এটিই প্রথম এইচএমপিভি সংক্রমণ। তিন মাস বয়সী শিশুকন্যা যার এইচএমপিভি নির্ণয় করা হয়েছে, তার হিউম্যান মেটানিউমোনিয়া ছিল। চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এর মধ্যেই আবার আট মাস বয়সী শিশুর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মেলে। বেসরকারি হাসপাতালের ল্যাবেই ওই শিশুটির নমুনা পরীক্ষা করা হয়েছে। তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, ১১ বছরের কম বয়সীদের মধ্যেই সাধারণত দেখা যায় এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিউরোভাইরাস। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ০.৭ শতাংশের দেহে থাকে এইচএমপিভি। এই ভাইরাসের প্রভাবে শ্বাসযন্ত্রে সংক্রমণের ঘটনা ঘটছে। যার ফলে কাশি এবং শ্বাস নিতে সমস্যা দেখা দেবে। এ ছাড়া গলাব্যথা, মাথাব্যথা, কাশি, জ্বর, ঠাণ্ডা ও ক্লান্তির মতো উপসর্গও দেখা দিচ্ছে। কিন্তু সম্প্রতি এই ভাইরাসের কোন প্রজাতি চীনে দাপট দেখাচ্ছে, তা নিয়ে অন্ধকারে কর্নাটকের স্বাস্থ্য দপ্তর। তাদের মতে, বেসরকারি হাসপাতাল থেকে রিপোর্ট পেলেও এইচএমপিভির অস্তিত্ব নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এইচএমপিভির কোন ভ্যারিয়েন্ট মিলেছে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা শিশুর দেহে, সেটা এখনও অজানা। ২০২৫ সালের গোড়া থেকেই চীনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস এইচএমপিভি। হিউম্যান মেটানিউমোভাইরাস অনেকটা করোনার মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। ভারতে প্রথম এইচএমপিভি আক্রান্তের খবর মিলতেই সতর্কতা জারি হচ্ছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করেছে উত্তর প্রদেশ সরকার। এইচএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করছে স্বাস্থ্যমন্ত্রী । ইতিমধ্যেই এই ভাইরাস সংক্রমণ নিয়ে জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠক ডাকা হয় মন্ত্রীর তরফে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি জারি করে বলে, ডব্লিউএইচও’র তরফে যা খবর মিলছে, সেদিকে কড়া নজর রাখছেন কর্মকর্তারা। আগামী দিনে কোনো বিপদ আসতে পারে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে