Image description

শীতকালীন ঝড়ে উচ্চ সতর্কতায় রয়েছে উত্তর আমেরিকার ৬ কোটি মানুষ। এই ঝড়ের ফলে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। তুষারপাত এবং অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কায় স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, কানাডা এবং যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের মানুষকে উচ্চ সতর্কতা দেয়া হয়েছে। জাতীয় আবহাওয়া অভিদপ্তর দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, ক্যানসাস, আরকানসাস এবং মিসৌরিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শীতল আবহাওয়ার কারণে ফ্লোরিডার কিছু অংশ ভয়াবহ ঠান্ডায় আচ্ছন্ন হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সুমেরু অঞ্চল থেকে প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাস শুরু হওয়ায় উত্তর আমেরিকা ভয়াবহ শীতল ঝড়ে নিমজ্জিত হওয়ার শঙ্কায় রয়েছে। শীতকালীন ঝড়টি স্থানীয় সময় রোববার সন্ধ্যার মধ্যে পূর্ব মার্কিন উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ৩ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে বলে জানানো হয়েছে। ভারী তুষারপাতে ঢাকা পড়তে পারে ওয়াশিংটন ডিসি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটনে ৫ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এতে রাজ্যটিতে রোববার সন্ধ্যা পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।