Image description

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। তাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ইসরায়েলের পক্ষে কাজ করা ও তাদের জন্য গোপন তথ্য সংগ্রহ,
  • ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানো,
  • দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিনষ্টের উদ্দেশ্যে গুজব ও ভীতি ছড়ানো।

প্রসিকিউটরদের দাবি, এই ব্যক্তিরা দেশের সমাজে মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরির পরিকল্পনায় যুক্ত ছিল এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছিল।

বিশ্লেষকদের মতে, এই অভিযান এমন এক সময়ে চালানো হলো, যখন গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাতে ইতোমধ্যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরান সরকার বলছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।