Image description
 

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় তেহরানে অবস্থিত তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া। একই সাথে, ইরানে নিযুক্ত সব অস্ট্রেলীয় কর্মকর্তাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ওয়ং উল্লেখ করেন, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক পর্যায়ে অবস্থান করবেন। এর লক্ষ্য হলো নাগরিকদের যেকোনো সংকট মোকাবিলায় সরকারের সহায়তা অব্যাহত রাখা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের পরিকল্পনা চলমান। (তাঁদের সরিয়ে নিতে) আমরা অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি।"

 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর জানিয়েছে যে, তারা আজারবাইজানে, বিশেষ করে ইরান সীমান্ত এলাকায় কনসুলার কর্মী পাঠাবে। এর উদ্দেশ্য হলো, যেসব অস্ট্রেলীয় নাগরিক ইরান ত্যাগ করতে চান, তাদের সহায়তা করা। এই পদক্ষেপ চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।