ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার কোনো সংশয় নেই যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ‘ইচ্ছুক এবং সক্ষম’। বুধবার ( ১ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া নববর্ষের ভাষণে তিনি এই কথা বলেছেন।জেলেনস্কি বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি অর্জন এবং পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম। এই ব্যাপারে আমার কোনো সংশয় নেই। তিনি ভালভাবেই জানেন, দ্বিতীয়টি ছাড়া প্রথমটি অসম্ভব। কারণ এটি একটি রাস্তার লড়াই নয় যেখানে আপনাকে উভয় পক্ষকে শান্ত করতে হবে। এই যুদ্ধে ইউক্রেন একা নয় উল্লেখ করে জেলেনস্কি তার অংশীদারদের ধন্যবাদ জানান। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিশেষভাবে তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যুদ্ধের মত শান্তি প্রতিষ্ঠার সময়েও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়াবে।
এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ বিশ্ব নেতারা স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হবে না। জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম হবে।তিনি বলেন, আমিসহ সকল ইউক্রেনীয়দের অবশ্যই নিজের দেশের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হবে। কারণ আমরা যদি যুদ্ধক্ষেত্রে ভাল করি তবে আলোচনার টেবিলে আমাদের প্রতি সকলের সম্মান থাকবে। তিনি আরও বলেন, আমি ২০২৫ সাল নিয়ে আশাবাদী। এই বছরটি আমাদের জন্য শুভ হতে পারে। আমরা জানি, কেউই আমাদেরকে শান্তি উপহার হিসাবে দিবে না। তবে আমরা রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে সবকিছু করব। এটা আমাদের প্রত্যেকেরই একান্ত চাওয়া।
সূত্র: আনাদোলু এজেন্সি