সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার এক মাসেরও কম সময়ের মধ্য সৌদি আরব সফরে গেলেন দেশটির নতুর পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।বুধবার (১ জানুয়ারি) রাতে আসাদ আল-শাইবানির নেতৃত্ব সিরীয় প্রতিনিধিদল রিয়াদে পৌঁছায়। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদি প্রতিরক্ষামন্ত্রী মারাহফ আবু কাসরা, ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেইজি ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব।পর দিন বৃহস্পতিবার আসাদ আল-শিবানি রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সিরিয়ার নতুন গোয়েন্দাপ্রধানও উপস্থিত ছিলেন।আসাদ আল-শাইবানি বলেন, সৌদি আরবের সাথে একটি নতুন, উজ্জ্বল অধ্যায় শুরু হচ্ছে সিরিয়ার।
আসাদ আল-শাইবানি এক্স-এ পোস্ট করেছেন, মুক্ত সিরিয়ার ইতিহাসে এই প্রথম সফরের মাধ্যমে, আমরা সিরিয়া-সৌদি সম্পর্কের একটি নতুন, উজ্জ্বল অধ্যায় শুরু করার আকাঙ্খা করি যা দুই দেশের মধ্যে দীর্ঘ ভাগ করা ইতিহাসের জন্য উপযুক্ত।অন্যদিকে প্রিন্স খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি সিরিয়ার রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছেন। এর আগে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দেশের ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা রয়েছে।গত রোববার আল-শারা বলেন, ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশের সাথে সম্পর্ক ছাড়া সিরিয়া চলতে পারে না।
তিনি বলেন, ‘তবে সম্পর্ক অবশ্যই উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং উভয় দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে হতে হবে’।শারা তেহরানকে তার আঞ্চলিক নীতি এবং হস্তক্ষেপ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। তার দাবি, আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ের সময় বিদ্রোহী বাহিনী ইরানি সেনাদের রক্ষা করেছিল, যদিও বিদ্রোহীরা জানত যে ইরান আসাদের প্রধান সমর্থক।শারা বলেছেন, ‘তিনি এই পদক্ষেপগুলো অনুসরণ করে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করেছেন’।