Image description

ব্রিটিশ মিডিয়া দ্য সান দাবি করেছে, রাশিয়ায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি দ্য সান-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৫৯ বছর বয়সি বাশার চিকিৎসা সহায়তা চাওয়ার পরপরই তীব্র কাশিতে আক্রান্ত হন এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাশার আল-আসাদকে বিষপ্রয়োগের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ তথ্য এখনও পাওয়া যায়নি। এ নিয়ে বাশার আল-আসাদ বা তার প্রতিনিধিদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ এজেন্সি