বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা সত্যি যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু এখন তারা আসছে না। তারা পরিপক্কতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পরিচালনা করছে। তাদের দেশ ছেড়ে আসতে উৎসাহিত করা আমাদের উচিত নয়।তিনি বলেন, গত পাঁচ মাসে আসামে প্রায় এক হাজার বাংলাদেশি ও প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় সমসংখ্যক বাংলাদেশি মানুষকে ধরা হয়েছে, তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়।
এসময় অনুপ্রবেশ ইস্যুতে হিমন্ত বলেন, এটি একটি উদ্বেগজনক বিষয় কারণ আমরা অতীতে কখনও এত অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেফতার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেলখানা পূরণ করতে চাই না, তাই তাদের পাঠিয়ে দিচ্ছি।দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করছেন বলেও জানান হিমন্ত।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রচারক সুমন কুমার কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে আশ্রয়ে অনুমতি দেওয়ার আহ্বান জানান।