মন্টিনিগ্রোর ছোট শহর সেটিঞ্জে একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আরও তিনটি পৃথক স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।গোলাগুলির ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম আলেকসান্দার মার্টিনোভিক (৪৫)। বৃহস্পতিবার সকালে অন্যদের ওপর গুলি চালানোর পর ওই ব্যক্তি নিজের গায়েও গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পুলিশপ্রধান লাজার সেপানোভিক সাংবাদিকদের বলেন, সেটিঞ্জে শহরের কাছে ওই সন্দেহভাজনের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। সে সময় তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের এমন নির্দেশের পর সে অস্ত্র ফেলে না দিয়ে নিজের মাথায় গুলি করে।তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক নিশ্চিত করেছেন যে, গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলেন, গন-গোলাগুলিতে হতাহতের ঘটনায় দেশ অন্ধকারে ঢেকে গেছে।
তিনি বলেন, এই বিবেকহীন কাজ প্রত্যেকের মধ্যে অপরিমেয় দুঃখ এবং তিক্ততা সৃষ্টি করেছে। এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিক সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।স্থানীয় সময় বুধবার রাতে গোলাগুলি শুরু হয়। যে রেস্তোরাঁয় গোলাগুলি শুরু হয় সেটার মালিক এবং তার দুই সন্তান নিহত হয়েছে বলে জানা গেছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী তার নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছেন। এই ঘটনার আগে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে নেশাজাতীয় কিছু গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।