Image description
 

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (২৪ মে) তুরস্কের রাজধানী ইস্তানবুলে এই বৈঠক আয়োজিত হয়। সম্প্রচারমাধ্যম সিএনএন টুর্কের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বসফরাস প্রণালীর তীরে অবস্থিত দোলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে নামার পর আল-শারাকে অভ্যর্থনা জানিয়ে করমর্দন করছেন এরদোয়ান।

কিছুদিন আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে জানানো হয়, সিরিয়ার ওপর থেকে কার্যত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সিরিয়ার ধ্বংসাত্মক গৃহযুদ্ধের পর দেশটির পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এর ধারাবাহিকতায় তুরস্কে বৈঠকে গেলেন আল-শারা।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিরিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান।

সিরীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার পক্ষ থেকে বৈঠকে আল-শারার সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা।