Image description
 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ দমনে সশস্ত্র বাহিনীর কড়া জবাবের প্রশংসা করেন এবং এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাধুবাদ জানান।

“অপারেশন সিন্দুর তখনই সম্ভব হয়, যখন আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি, গোয়েন্দা সংস্থাগুলোর সঠিক তথ্য ও সেনাবাহিনীর অসাধারণ আক্রমণক্ষমতা একত্রে কাজ করে। এই তিনটি শক্তির সমন্বয়েই তৈরি হয় অপারেশন সিন্দুর,” — এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই অমিত শাহের বক্তব্য উদ্ধৃত করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান জঙ্গিদের মদদ দিয়ে এসেছে, যার ফলে ভারত একের পর এক হামলার শিকার হয়েছে এবং সেসবের উপযুক্ত জবাব দেওয়া হয়নি।

 

তিনি বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার গঠিত হলো। এরপরই উরি-তে আমাদের জওয়ানদের উপর বড় হামলা হয়, তাদের জীবন্ত পুড়িয়ে মারার দুঃসাহস দেখায় শত্রুরা। আর তখনই আমরা প্রথমবারের মতো জঙ্গি ঘাঁটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে তাদের যোগ্য জবাব দিই।”

 

অমিত শাহ বলেন, অপারেশন সিঁদুরে ভারত জঙ্গিদের উপর আঘাত করেছিল, কিন্তু পাকিস্তান সেটিকে নিজেদের উপর হামলা বলে মনে করায় প্রমাণ হয়ে যায় যে তারা আসলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক।

তিনি বলেন, “আমরা ভেবেছিলাম, আমরা জঙ্গিদের উপর হামলা করেছি। কিন্তু পাকিস্তান প্রমাণ করলো, তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়। পাকিস্তান নিজেই সেই হামলাকে নিজের বিরুদ্ধে বলেই মেনে নিল। এরপর যখন পাকিস্তানি সেনাবাহিনী আমাদের বেসামরিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালাতে আসে, ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী জবাব দেয়। আমরা তাদের বিমানঘাঁটিতে আঘাত হেনে আমাদের প্রতিরক্ষা শক্তির প্রদর্শন করি।”

 

সূত্র: হিন্দুস্তান টাইমস