Image description

ইসরায়েলি বাহিনী গাজায় টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। রাতভর হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের এই “নৃশংস” যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা ইসরায়েল উড়িয়ে দিয়েছে।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের “অনাহার নীতি”-র কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ১৪,০০০ নবজাতকের জীবন ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুঝুঁকিতে পড়তে পারে।

 

সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/5/21/live-israel-blocking-food-medicine-has-led-to-326-deaths-in-gaza