Image description

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ভারতের ভেতর থেকেই সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলছে। তিনি জানান, ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, আর এখন তাদের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ করছে—এটা দ্বিমুখী নীতি।

শেরি রেহমান আরও বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই চলছে। তবে বিগত কয়েক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টার কারণে বিশ্বের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে শুরু করেছে।

পানি ইস্যুতে ভারতকে আক্রমণ করে তিনি বলেন, সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছামতো বন্ধ করে দেওয়া যায়। ভারতের এ আচরণকে তিনি একধরনের চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন।

শেরি রেহমান পাকিস্তানের সিনেটর, এবং তিনি সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত। আগে তিনি জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।