Image description

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার চীন সফরে যাচ্ছেন। এই সফরে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

এ ছাড়া চীন সফরের সময় মঙ্গলবার ইসহাক দার আফগান নেতাদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে—ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক বাণিজ্য এবং সহযোগিতা।

চীন আগেই পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। অপারেশন সিঁদুরের সময় চীন পাকিস্তানকে ‘আয়রন-ক্ল্যাড বন্ধু’ বলেও উল্লেখ করে। সেই সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

এদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করে বলেছে, ভারত আফগান ভূখণ্ডে কোনো হামলা চালায়নি। বরং পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখে আনতে বলেছে।

পাক-চীন সম্পর্কের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে—বিশেষত যখন তিনটি দেশই ভারতের সীমান্তবর্তী।

টাইমস অব ইন্ডিয়া, জিও নিউজ