Image description
 

ভারতের হায়দরাবাদ রাজ্যের শমশাবাদ এলাকায় করাচি বেকারিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা হামলা চালিয়েছে। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিজেপির সদস্যরা করাচি বেকারির নাম থেকে ‘করাচি’ শব্দটি মুছে ফেলার দাবি জানায়।

আরজিআই এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর কে. বলারাজু জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। বেকারির কোনো কর্মচারী আহত হননি এবং কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি।

১৯৫৩ সালে দেশভাগের সময় করাচি থেকে ভারতে আসা একটি পরিবার এই বেকারি প্রতিষ্ঠা করে। বেকারি কর্তৃপক্ষ বহুবার পরিষ্কারভাবে জানিয়েছে যে তাদের পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এটাই প্রথম নয়, এর আগেও বেকারিটি এমন শত্রুতার মুখে পড়েছে। সপ্তাহের শুরুতেই প্রতিবাদকারীরা এর বানজারা হিলস শাখায় ভারতীয় পতাকা স্থাপন করে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও অনুরূপ একটি ঘটনা ঘটেছিল।