
সিলেট নগরীর সুবিদবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলমকে (৩৫) পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা।
সোমবার এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে নগরীর সুবিদবাজারের বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেন। আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।