Image description

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে চীন শুধু শান্তির বার্তা দিয়েই থেমে থাকেনি, অন্তরালে কৌশলগতভাবে লাভবান হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সামরিক প্রযুক্তি যাচাই—চীন পুরো পরিস্থিতিকে নিজের জন্য এক মূল্যবান সামরিক গবেষণার ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ বা খেলায় সরাসরি আক্রমণ সব সময় প্রয়োজন হয় না। কখনো কখনো অন্যকে ব্যবহার করেই প্রতিপক্ষকে শিক্ষা দেয়া যায়। ভারত-পাকিস্তান সংঘাতে চীন ঠিক সেই সুযোগটাই নিয়েছে। পাকিস্তানকে অস্ত্র সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে চীন তার অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করতে পেরেছে।

সিএনএন, রয়টার্স, ফাইন্যান্সিয়াল রিভিউ-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তান সংঘাত চীনের জন্য একটি সম্ভাব্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে চীনের তৈরি যুদ্ধবিমান ও অস্ত্র ব্যবহার করায় সেগুলোর কার্যকারিতা সম্পর্কে সরাসরি মাঠপর্যায়ের তথ্য পেয়েছে চীন।

সিএনএন জানিয়েছে, পাকিস্তান-চীন যৌথভাবে তৈরি জেএফ-১৭ ব্লক থ্রি যুদ্ধবিমান এবং পিএল-৫ ক্ষেপণাস্ত্র এবারের সংঘাতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি দুইজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি ফ্রান্সের তৈরি রাফাল। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেনি।

সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের গোয়েন্দা ও সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সরাসরি সীমান্ত ঘাঁটি, ভারত মহাসাগর এবং মহাকাশ থেকে ভারতের সামরিক কার্যক্রম তৎক্ষণাৎ নজরে রাখতে সক্ষম।

ভারত ও চীন—উভয়ই আঞ্চলিক পরাশক্তি ও পারমাণবিক শক্তিধর। তাদের মধ্যে ৩৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে দীর্ঘদিনের বিরোধ। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, আর সর্বশেষ উত্তেজনা দেখা দেয় ২০২০ সালে, যা সাম্প্রতিক মাসগুলোতেও চুক্তি ও টহল নিয়ে অচলাবস্থার দিকে গড়ায়।

এই সংঘাত শুধু ভারত-পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এটি হয়ে উঠেছে সামরিক প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্র এবং কৌশলগত হিসাবের একটি বাস্তব অনুশীলন। চীনের মতো শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র এই সংঘাতে সরাসরি না জড়িয়েও একাধিক মাত্রায় লাভবান হয়েছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=6j65ZrFZulA