Image description

পাকিস্তান সেনাবাহিনীর ধারাবাহিক গোলাবর্ষণে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছ

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীর অঞ্চলের রাজৌরি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। রাজৌরি, পুঞ্চ ও জম্মু জেলা লক্ষ্য করে এই গোলাবর্ষণ করা হয় এবং থাপ্পার বাড়িতে সরাসরি আঘাত লাগে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজৌরি শহরে হামলায় একটি দুই বছর বয়সী শিশুসহ আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।

অন্যদিকে, পুঞ্চ জেলার কাংরা-গালহুত্তা গ্রামে একটি মর্টারের আঘাতের ফলে ৫৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। এ ছাড়াও, জম্মু জেলার আরএস পুরা সেক্টরের বিদিপুর জাট্টা গ্রামের এক বাসিন্দা এই গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন।

আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই হতাহতের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে, এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার আরও একটি ভয়াবহ আকার ধারণ করেছে।