
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (৯ মে) পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নিরসনে ‘মার্কিন মধ্যস্থতার প্রস্তাব’ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার মার্কিন পাররাষ্ট্র মন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের তাদের মধ্যে ফোনালাপ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস।
পররাষ্ট্র দপ্তরের একটি বিবরণীতে বলা হয়েছে, রুবিও উভয়পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন। ‘ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য’ মার্কিন সহায়তারও প্রস্তাব দিয়েছেন তিনি।
পাকিস্তানি বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রুবিওর ফোন কলের বিবরণীতে মার্কিন সহায়তার এই ধরনের প্রস্তাবের কথা এই প্রথম উল্লেখ করা হলো।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
এদিকে ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার ভোরে ‘বুনিয়ান-উন-মারসুস’ নামের এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।