
পাক-ভারত সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের বিরুদ্ধে “সাজানো গল্প” ছড়ানোর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী অসীম সাহসিকতার সঙ্গে ভারতের যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে, আর ভারতের দাবি— পাকিস্তান রাতারাতি হামলা চালিয়েছে— সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
ইসহাক দার দাবি করেন, ভারত বলছে, পাকিস্তান তাদের সামরিক স্থাপনায় হামলা করেছে— এই কথাও পুরোপুরি মিথ্যা। বরং একাধিক ভারতীয় সশস্ত্র ড্রোন আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং আমাদের সামরিক স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছে।
তিনি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করে বলেন, আপনারা চিন্তা করবেন না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোনো ধরনের আপস করব না।
পাক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা এখন পর্যন্ত কৌশলগত সংযম দেখিয়েছি। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে কেবল আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, পাকিস্তান কখন, কোথায় ও কীভাবে জবাব দেবে, তা সম্পূর্ণভাবে ইসলামাবাদের কৌশলগত সিদ্ধান্তের বিষয়।
ইসহাক দার আরও জানান, চলমান সংকট মোকাবিলায় আগামীকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে ভারতের ‘আগ্রাসনের’ জবাবে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, আমরা এমন কোনো কাজ করিনি, যা ভারতের বেসামরিক জনগণের ক্ষতির কারণ হতে পারে। আমরা বেসামরিক নাগরিকদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।
ডন, আল-জাজিরা সূত্রে