Image description

সর্বদলীয় বৈঠকে ভারতের বিরোধী দলের নেতারা সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। কিছুক্ষণ আগে দিল্লিতে এ বৈঠকটি শেষ হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিমান হামলা সম্পর্কে বিরোধী দলগুলোকে অবহিত করেছেন বলে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কাইরেন রিজিজু।

তিনি আরও জানান, বিরোধী দলের নেতারা তাদের পরামর্শও দিয়েছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, সরকার বলেছে “ জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপনীয় কিছু বিষয় তারা জানাতে পারছে না। আমরা (সকল দল) বলেছি , আমরা সরকারের সাথে আছি।”

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন যে, তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের“দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো উচিত।”

গত মাসে পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর হামলার জন্য দিল্লি এই জঙ্গি গোষ্ঠীটিকে দায়ী করেছে। ভারত বলেছে, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর – ই - তৈয়বার একটি ফ্রন্ট। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।