Image description

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দিন নায়েক ও তার পরিবারের দুই সদস্য। তার বাড়ি নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সালামাবাদে। তিনি বিবিসিকে জানান, বুধবার ভোরে একটি আর্টিলারি শেল তার বাড়িতে আঘাত হানে। বদরুদ্দিন ও  তার আট বছরের ছেলের মাথায় আঘাত লেগেছে। এছাড়া তার শ্যালিকার বুকে রক্ত জমাট বেঁধেছে। তার অস্ত্রোপচার চলছে।

তিনি বলেন, ‘আমাদের ঘর পুড়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে আছি।’

হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দিন নায়েক। ছবি: বিবিসি

হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দিন নায়েক। ছবি: বিবিসি

হামলা আহত আরও চারজন এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন সীমান্তবর্তী উরির বাসিন্দা মঞ্জুর। তার বয়স ১৮ বছর। বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন তিনি, সেই সময় জানালা দিয়ে একটি স্প্লিন্টার এসে তার হাতে আঘাত করে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্প্লিন্টারটি অপসারণের করতে হলে অস্ত্রোপচার করতে হবে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন।