
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্রে করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চরমে। দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা নিয়ে এবার মন্তব্য করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে (র) সাবেক প্রধান অমরজিৎ সিং।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান বলেন, ‘অনেক মানুষ বলছে দুই দেশের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু আমি বলছি, যুদ্ধ হচ্ছে সর্বশেষ ক্ষতিকর পদক্ষেপ।’
দুই দেশের মধ্যে চলমান হামলা নিয়ে অমরজিৎ বলেন, ‘যুদ্ধ হওয়ার আগে আরও অনেক আলোচনা হবে। হয়তো আরও সময় লাগবে। আমার মতে কূটনৈতিক আলোচনা কখনো শেষ হয় না। সরাসরি আলাপ করতে না চাইলেও অন্য কারও মাধ্যমে হবে। কেউ না কেউ আলাপ চালিয়ে যাবে।’
ভারতীয় গোয়েন্দার সাবেক প্রধান আরও বলেন, ‘হয়তো বালাকোটের মতো ছোট খাটো সুনির্দিষ্ট হামলা (সার্জিক্যাল স্ট্রাইক) হবে। সীমিত সামরিক জবাব হয়তো দেওয়া হবে। কিন্তু যুদ্ধ বলতে যা কিছু বুঝায়, আমার মতে তেমন কিছু হবে বলে মনে হয় না।’
দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ দিনের সংঘাতের ইতিহাস রয়েছে। এর মধ্যে গতকাল মধ্যরাতের পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে। এ ঘটনার পরপরই ইসলামাবাদ ভারতের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় দেশটির সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এতে তারা পহেলগাম হামলার প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি, লক্ষ্য ও সময় স্বাধীনভাবে নির্ধারণ করার স্বাধীনতা পেয়েছেন।
এর আগে তিনবার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সবশেষটি ছিল ১৯৭১ সালে। এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় ১৯৯৯ সালে কারগিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে।