
সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। পৌনে ২ ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দেড় শতাংশের বেশি কমে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছে। দুই দেশে পাল্টাপাল্টি এ হামলার প্রভাব পড়েছে আজ দেশের পুঁজিবাজারে, হয়েছে বড় দরপতন।
সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। পৌনে ২ ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দেড় শতাংশের বেশি কমে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ এক শতাংশের বেশি কমে ১ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ২ শতাংশ কমে ১ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে ২৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩৮৯টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৩৫৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজার দর।