Image description

পাকিস্তানে ভারতের কেন্দ্রীয় সরকারের সামরিক অভিযানে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত। জয় হিন্দ!’

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

‘জয় হিন্দ’ মূলত ভারতের জাতীয়তাবাদী একটি জনপ্রিয় হিন্দি স্লোগান, যার অর্থ ‘ভারতের জয় হোক’ বা ‘চিরজীবী হোক ভারত।’

রাজ্যসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীর সাহস ও অঙ্গীকারকে কুর্নিশ জানাই।  পহেলগাঁও হামলার দিন থেকেই কংগ্রেস স্পষ্টভাবে সেনাবাহিনী ও সরকারের পাশে আছে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো কঠোর পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সবচেয়ে বেশি প্রয়োজন। কংগ্রেস বরাবরই জাতীয় স্বার্থকে শীর্ষে রেখেছে এবং অতীতেও আমাদের নেতারা তা প্রমাণ করেছেন।’

এদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং অস্বীকার ও মিথ্যা অভিযোগে লিপ্ত হয়েছে।’’

নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তান বহু বছর ধরেই সন্ত্রাসীদের আশ্রয়দাতা রাষ্ট্র হিসেবে পরিচিত।’

এদিকে ভারতশাসিত কাশ্মির থেকে আল জাজিরাকে দেওয়া বক্তব্যে সাংবাদিক উমর মিরাজ জানান, পাকিস্তানের দাবি অনুযায়ী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

তিনি বলেন, শ্রীনগরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি অজ্ঞাত বিমান ভেঙে পড়েছে। এটি দুর্ঘটনা নাকি হামলার ফলে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে।