Image description
 

সৌদি আরবের মধ্যাঞ্চলের আল কাসিম অঞ্চলে শনিবার বিকেলে এক ভয়াবহ ধূলিঝড় আঘাত হানে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী বাতাসসহ এই ঝড় গোটা অঞ্চলকে ঘন ধূলিকণায় ঢেকে ফেলে এবং বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ফেলে। এতে দিনের আলো হারিয়ে এলাকাজুড়ে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন অবস্থা সৃষ্টি হয়।

ঘটনার আগে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছিল যে, আল কাসিমের কিছু অংশে সক্রিয় বাতাস বয়ে যেতে পারে, যা প্রায় শূন্য দৃশ্যমানতার সৃষ্টি করবে। তারা জনসাধারণকে আবহাওয়া বার্তা নিয়মিত পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানায়।

রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, জাযান, আসির, আল বাহা, মক্কা, রিয়াদ ও আল কাসিম অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলাবালি ছড়ানো ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

অন্যদিকে, হাইল, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, আল জউফ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের কিছু অংশে হালকা থেকে মাঝারি মাত্রার বাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে।