Image description

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার ট্যাংমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এক যুবক নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন এবং পরে তার মৃত্যু হয়। নিহত ওই যুবকের নাম ইমতিয়াজ আহমাদ মাগরেই (২৩)।

 

সূত্রের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ইমতিয়াজকে শনিবার (৩ মে) নিজেদের হেফাজতে নেয় ভারতীয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, সে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার ও লজিস্টিক সহায়তা দিত। এরপর সে নিজেই রাজি হয় সেনা ও পুলিশের যৌথ দলকে জঙ্গিদের গোপন আস্তানায় নিয়ে যেতে।

রোববার (৪ মে) সকালে অভিযানে যাওয়ার পথে হঠাৎ করেই ইমতিয়াজ বনে ঘেরা এক এলাকার কাছে পৌঁছে পাশের ভেষাব নদীতে ঝাঁপিয়ে পড়ে। উপরের এক জায়গা থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নদীতে ঝাঁপানোর সময় তার আশপাশে কেউ ছিল না।

ভিডিওতে আরও দেখা যায়, সে নদীতে সাঁতার কাটার চেষ্টা করলেও প্রবল স্রোতে ভেসে যায় এবং শেষ পর্যন্ত ডুবে যায়। ঘটনার পুরো দৃশ্য ভিডিওতে ধরা পড়ে।

নিরাপত্তা বাহিনী বলেছে, এ ঘটনার বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তারা দাবি করেছে, ইমতিয়াজের মৃত্যুতে বাহিনীকে দায়ী করা অনৈতিক এবং ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।

তবে ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে অভিযোগ তোলেন, কুলগামে নদী থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হলো। এতে গুরুতর সন্দেহ ও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, ইমতিয়াজকে দুই দিন আগে সেনা তুলে নিয়ে যায় এবং এখন তার দেহ নদীতে পাওয়া যাচ্ছে।

এ ঘটনাই প্রথম নয়— এর আগেও সীমান্তপারের জঙ্গিদের সহায়তার অভিযোগে স্থানীয় অনেককেই আটক করা হয়েছে।