Image description

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় চরম খাদ্যসংকটে পড়েছে শিশুদের জীবন। পাঁচ বছরের কম বয়সী ৩,৫০০ শিশুর "অনতিবিলম্বে অনাহারে মৃত্যুর" আশঙ্কা রয়েছে এবং আরও প্রায় ২,৯০,০০০ শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে, এমনই সতর্কতা জানিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ।

শিশু খাদ্য, পুষ্টিকর সাপ্লিমেন্ট এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল—এই অভিযোগ দীর্ঘদিনের। ওক্সফামের গাজা অঞ্চলের খাদ্য নিরাপত্তা প্রধান মাহমুদ আলসাক্কা আল জাজিরাকে বলেন,

“সারা বিশ্ব, দুর্ভাগ্যজনকভাবে, গাজার শিশুদের অনাহারে মৃত্যুর জন্য নীরব থেকে দায়ী হয়ে পড়ছে।”

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

৭ অক্টোবর, ২০২৩-এর হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষ বন্দি হন। এর প্রতিক্রিয়ায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৫২,৫৩৫ জন নিহত ও ১,১৮,৪৯১ জন আহত হয়েছেন।

গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্যমতে, ধ্বংসস্তুপের নিচে হাজারো মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।